
কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২ এবং ২০২৫-২৬ মৌসুমে কৃষি সম্প্রসারণ কর্মসূচির আওতায় কৃষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফলদ ও বনজ গাছের চারা, মরিচ বীজ ও গ্রীষ্মকালীন শাকসবজির বীজ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল খায়ের,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক,একাডেমিক সুপার ভাইজার মুহাইমিনুল ইসলাম,পিআইও সাইফুল ইসলাম,উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর শাহজাহান কবির,কটিয়াদী ব্লকের উপ সহকারি কর্মকর্তা মোঃ মইনুল ইসলামসহ বিভিন্ন ব্লক কর্মকর্তা,ছাত্রছাত্রী ও কৃষান কৃষাণীগন ।
বিতরণ কার্যক্রমে উপজেলায় ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১১০০ শিক্ষার্থীর মাঝে ৪৪০০টি নিম, কাঁঠাল, বেল ও জামগাছের চারা এবং ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮০টি নারিকেল ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে ১০০ টি তালের চারা বিতরণ করা হয়। পাশাপাশি ৫৫জন কৃষক মাঝে ২৭৫টি আমগাছের চারা, ১২০ জন কৃষককে হাইব্রিড মরিচ বীজ,সার ও বালাই নাশক, ৮০ জন কৃষককে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার প্রদান করা হয়।
কর্মকর্তারা জানান, পরিবেশবান্ধব কৃষিচর্চা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত জরুরি। কৃষকদের আধুনিক ও টেকসই চাষাবাদে উদ্বুদ্ধ করতে সরকারের এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তারা মন্তব্য করেন। সচেতনভাবে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বক্তারা।