
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির-এনসিপি’র সমাবেশকে কেন্দ্র করে দিনভর সংঘর্ষের পর জেলাজুড়ে কারফিউ জারি করেছে জেলা প্রশাসক। সেনা ও পুলিশের কড়া পাহাড়ায় এনসিপির নেতা-কর্মীরা গোপালগঞ্জ ত্যাগ করার পর বুধবার সন্ধ্যায় জেলায় কারফিউ ঘোষণা করেন জেলা প্রশাসক মো.কামরুজ্জামান।
ঘোষণায় বলা হয়, সারা জেলায় বুধবার রাত ৮ টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত কারফিউ থাকবে।
এর আগে, সংঘর্ষের কারণে শহরে ১৪৪ ধারা জারি করা হয়। এখনও পর্যন্ত পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। এছাড়াও ৩ নিহতের খবর পাওয়া গেছে।
এদিকে, পুলিশ–আওয়ামী লীগ সংঘর্ষের পর সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপির নেতারা। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান “আজকের খবর ” কে এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেল ৫টা পরে তারা গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান।