
নড়াইল জেলার কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৩২।নিহত ওই ব্যক্তি কাঞ্চনপুর গ্রামের মৃত সুরত মোল্যার ছেলে ফরিদ মোল্ল্যা (৪৫)।সংঘর্ষে মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।নিহত ফরিদ মোল্যা আফতাব মোল্লার পক্ষের বলে জানা যায় এবং পেশায় তিনি একজন ইটভাটা শ্রমিক ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাসলা ইউনিয়নে কাঞ্চনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এ সংঘর্ষ সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত চলে।
স্থানীয় সূত্রে জানা যায় কাঞ্চনপুর গ্রামে দুটি পক্ষ রয়েছে একপক্ষের নেতৃত্ব দেন এলাকার মিলন মোল্লা অপরপক্ষে আফতাব মোল্লা। এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে দুপক্ষের মধ্য দ্বন্দ্ব চলে আসছে।গত দশ তারিখে সামান্য বিষয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ হাতাহাতিতে মিলন মোল্লার অনুসারী সানোয়ার নামের একজন আহত হয়।সেই জন্য শুক্রবার সন্ধ্যায় আফতাব মোল্লার বাড়িতে হামলা চালায় মিলন মোল্লার সমর্থকরা।তখন দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদুল ইসলাম জানান, এলাকায় মিলন মোল্লা ও আফতাব মোল্লার দুটি গ্রুপের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষ হয় এতে ফরিদ মোল্য নামে একজন মারা যায় এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর কঠোর পদক্ষেপে এলাকার পরিবেশ এখন নিয়ন্ত্রণে।