
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আগেই কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. এ এম এস শামিম আল আজাদকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার ও হাসপাতাল ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে তারা হাসপাতালের বহিঃবিভাগের গেট তালাবদ্ধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, রোগী মৃত্যুর ঘটনায় প্রায়শই চিকিৎসকদের বিরুদ্ধে দোষারোপ করা হয়, যার ফলে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। তারা দাবি করেন, হাসপাতাল চত্বরে পুলিশ চৌকি স্থাপন অথবা আনসার বাহিনী মোতায়েনের মাধ্যমে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা আরও জানান, ১৪ এপ্রিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের আগেই ডা. শামিমকে বরখাস্ত করা অনৈতিক এবং অবিচারমূলক। দ্রুত এই আদেশ প্রত্যাহার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেন তারা। ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। তবে রোগীদের জন্য জরুরি চিকিৎসা সেবা চালু থাকবে। বহিঃবিভাগে আসা রোগী ও তাদের স্বজনদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।