০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে আসার সময় বেনাপোল সীমান্ত থেকে ২ হিজড়া আটক

যশোরের বেনাপোল ধান্যখোলা সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশী নাগরিক ২জন হিজরাকে আটক করেছে বিজিবি।শনিবার ভোরে জেলেপাড়া ডিউটি পোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।বিজিবি জানান,যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর অধীনস্থ ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া ডিউটি পোস্টের একটি টহলদল জেলেপাড়া নামক স্থান হতে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বাংলাদেশী নাগরিক হিজরা ২ জন আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মোঃ জাহিদুল ইসলাম (২২ ),পিতা মোঃ করিম আলী,গ্রামঃ জালালপুর,পোস্টঃ গয়েশপুর,থানাঃ পাবনা সদর,জেলাঃ পাবনা।
মোঃ জহিরুল ইসলাম (২২),পিতাঃ মোঃ মোতাহার আলী,গ্রামঃ কুচিয়ামারা,পোস্টঃ আতাইকুলা,থানাঃ পাবনা সদর,জেলাঃ পাবনা।
আটককৃত বাংলাদেশী নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ৫ বছর আগে  ভারতে গিয়েছিলো।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলেপাড়া বিজিবি পোষ্ট কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

ভারত থেকে আসার সময় বেনাপোল সীমান্ত থেকে ২ হিজড়া আটক

পোস্ট হয়েছেঃ ০৭:০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
যশোরের বেনাপোল ধান্যখোলা সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশী নাগরিক ২জন হিজরাকে আটক করেছে বিজিবি।শনিবার ভোরে জেলেপাড়া ডিউটি পোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।বিজিবি জানান,যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর অধীনস্থ ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া ডিউটি পোস্টের একটি টহলদল জেলেপাড়া নামক স্থান হতে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বাংলাদেশী নাগরিক হিজরা ২ জন আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মোঃ জাহিদুল ইসলাম (২২ ),পিতা মোঃ করিম আলী,গ্রামঃ জালালপুর,পোস্টঃ গয়েশপুর,থানাঃ পাবনা সদর,জেলাঃ পাবনা।
মোঃ জহিরুল ইসলাম (২২),পিতাঃ মোঃ মোতাহার আলী,গ্রামঃ কুচিয়ামারা,পোস্টঃ আতাইকুলা,থানাঃ পাবনা সদর,জেলাঃ পাবনা।
আটককৃত বাংলাদেশী নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ৫ বছর আগে  ভারতে গিয়েছিলো।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলেপাড়া বিজিবি পোষ্ট কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম।