১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে ৪২ দিনেও সন্ধান মেলেনি পিংকির

  • MD. LOKMAN HOSSAIN
  • পোস্ট হয়েছেঃ ১২:৫৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • 20

কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্ব নবীপুর ইউনিয়নের গকুলনগর গ্রামের মৃত কামাল মিয়ার  মেয়ে মোসা:পিংকি আক্তার (২০) গত ৪২ দিন থেকে নিখোঁজ রয়েছেন।  বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। গত ৭ এপ্রিল  তার মা পারভীন আক্তার মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। (যার এস, ডি, আর নং ৩৬৬/২৫)।

পরিবারের সদস্যরা জানান,  পিংকি আক্তার  এক জন  মানসিক  ভারসাম্যহীন রোগী।  ৩১শে মার্চ বিকাল  ৫টার দিকে বাড়ি  থেকে কোম্পানীগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে বের হন আর বাড়িতে ফেরেননি।  নিখোঁজ  পিংকি আক্তারের গাঁয়ের  রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫’-২”, এবং পড়নে সাদা সেলোয়ার-কামিজ ছিলো।
কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে মোবাইল নম্বর: ০১৭২৭৪১২০৯৫ তে য়োগায়োগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

মুরাদনগরে ৪২ দিনেও সন্ধান মেলেনি পিংকির

মুরাদনগরে ৪২ দিনেও সন্ধান মেলেনি পিংকির

পোস্ট হয়েছেঃ ১২:৫৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্ব নবীপুর ইউনিয়নের গকুলনগর গ্রামের মৃত কামাল মিয়ার  মেয়ে মোসা:পিংকি আক্তার (২০) গত ৪২ দিন থেকে নিখোঁজ রয়েছেন।  বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। গত ৭ এপ্রিল  তার মা পারভীন আক্তার মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। (যার এস, ডি, আর নং ৩৬৬/২৫)।

পরিবারের সদস্যরা জানান,  পিংকি আক্তার  এক জন  মানসিক  ভারসাম্যহীন রোগী।  ৩১শে মার্চ বিকাল  ৫টার দিকে বাড়ি  থেকে কোম্পানীগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে বের হন আর বাড়িতে ফেরেননি।  নিখোঁজ  পিংকি আক্তারের গাঁয়ের  রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫’-২”, এবং পড়নে সাদা সেলোয়ার-কামিজ ছিলো।
কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে মোবাইল নম্বর: ০১৭২৭৪১২০৯৫ তে য়োগায়োগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।