০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ায় পানির মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু

  • Junayed Islam
  • পোস্ট হয়েছেঃ ০৮:০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • 49

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অলির বাপের পাড়া এলাকায় চুরি করতে গিয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় বাদশা নামক এক ব্যক্তির বাড়িতে পানির মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি।স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে তারা বাড়ির পাশ থেকে হঠাৎ চিৎকারের শব্দ শুনতে পান। পরে বাইরে গিয়ে দেখতে পান, একজন ব্যক্তি বিদ্যুৎ লাইনের তারে আটকে আছে এবং তার শরীর থেকে ধোঁয়া উঠছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু ততক্ষণে ওই ব্যক্তি প্রাণ হারিয়েছেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মৃত ব্যক্তি একটি পানির মটর চুরির উদ্দেশ্যে বাদশার বাড়িতে প্রবেশ করেন। তিনি যখন মটরের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছিলেন, তখন অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে তড়িতাহত হন।ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়রা ধারণা করছেন, মৃত ব্যক্তি পেশাদার চোর হতে পারে, যিনি এর আগেও এ ধরনের কাজ করেছেন।চকরিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা খবর পেয়েছি যে একজন ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেছিলেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, এটি চুরির বিরুদ্ধে একটি কঠিন বার্তা, আবার কেউ কেউ বিষয়টিকে দুঃখজনক দুর্ঘটনা হিসেবেই দেখছেন।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা

চকরিয়ায় পানির মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৮:০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অলির বাপের পাড়া এলাকায় চুরি করতে গিয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় বাদশা নামক এক ব্যক্তির বাড়িতে পানির মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি।স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে তারা বাড়ির পাশ থেকে হঠাৎ চিৎকারের শব্দ শুনতে পান। পরে বাইরে গিয়ে দেখতে পান, একজন ব্যক্তি বিদ্যুৎ লাইনের তারে আটকে আছে এবং তার শরীর থেকে ধোঁয়া উঠছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু ততক্ষণে ওই ব্যক্তি প্রাণ হারিয়েছেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মৃত ব্যক্তি একটি পানির মটর চুরির উদ্দেশ্যে বাদশার বাড়িতে প্রবেশ করেন। তিনি যখন মটরের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছিলেন, তখন অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে তড়িতাহত হন।ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়রা ধারণা করছেন, মৃত ব্যক্তি পেশাদার চোর হতে পারে, যিনি এর আগেও এ ধরনের কাজ করেছেন।চকরিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা খবর পেয়েছি যে একজন ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেছিলেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, এটি চুরির বিরুদ্ধে একটি কঠিন বার্তা, আবার কেউ কেউ বিষয়টিকে দুঃখজনক দুর্ঘটনা হিসেবেই দেখছেন।