
খাগড়াছড়ি জেলার সম্মানিত নাগরিকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ! বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মহোদয়ের সুদূরপ্রসারী নির্দেশনার ফলস্বরূপ, আগামী ১৫ই মে ২০২৫, বৃহস্পতিবার থেকে জেলার প্রতিটি থানায় অনলাইন জিডি কার্যক্রমের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে পুলিশি সেবা গ্রহণ প্রক্রিয়া আরও সহজ ও জনবান্ধব হয়ে উঠবে।
এতদিন, অনলাইনে কেবল হারানো বা প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ থাকলেও, এই নতুন দিগন্তে সকল ধরনের সাধারণ ডায়েরি এখন থেকে ঘরে বসেই করা যাবে। নাগরিকদের মূল্যবান সময় এবং থানা পর্যন্ত যাতায়াতের ভোগান্তি লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উল্লেখ্য, এই অনলাইন জিডি সেবা বাস্তবায়নের প্রথম ধাপে গত ১৫ই এপ্রিল ২০২৫ সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং চাঁদপুর জেলা পুলিশের সকল থানায় সাফল্যের সাথে কার্যক্রম শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার খাগড়াছড়ির নাগরিকরাও অত্যাধুনিক এই সেবার সুবিধা উপভোগ করতে পারবেন।
এই অনলাইন জিডি সেবা পেতে, সম্মানিত নাগরিকগণকে গুগল প্লে স্টোর থেকে “অনলাইন জিডি” (Online GD) নামক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে একবারের জন্য নিবন্ধন (রেজিস্ট্রেশন) করার অনুরোধ জানানো হচ্ছে। নিবন্ধন অথবা অনলাইন জিডি দাখিল সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য ০১৩২০০০১৪২৮ নম্বরের হটলাইনটি সার্বক্ষণিক চালু থাকবে।
বাংলাদেশ পুলিশ বিশ্বাস করে, এই অনলাইন জিডি সেবা জনগণের কাছে পুলিশি সাহায্য দ্রুততম সময়ে এবং আরও সহজে পৌঁছে দিতে সহায়ক হবে। জনগণের সেবায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ এই লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ।