
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ও ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন, মরিচ, নারিকেল, আম, তাল,লেবু এবং গ্রীষ্মকালীন শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ ও কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়। এসময় ৬ হাজার ৮ শত জন কৃষকদের মাঝে সার,বীজ,ও চারা বিতরন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক এইচ এম শামীম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরজু আক্তার সভা সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আকরামুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন প্রানী সম্পদ অফিসার ডাঃ সজল দাস, জামায়াতে ইসলামী আমির ডাঃ জাকির হোসেন, গনঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি মু,খালিদ হোসেন মিলটন। সভা শুরুর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথি গন কৃষি মেলার শুভ উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সার্বিক সহযোগিতায় থাকেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জাকির হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার নরোত্তম বিশ্বাস, উপ-সহকারী কৃষি অফিসার শ্রাবন্তি বিশ্বাস সহ অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।