
উৎসবমুখর পরিবেশে মাটিরাঙ্গা পৌর বিএনপি’র উদ্যোগে ১ থেকে ০৯ নং পর্যন্ত নয়টি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার বিকাল ৩ ঘটিকায় মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজলের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায়, আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র আবু ইউছুফ চৌধুরী, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নাছির আহাম্মদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব, ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহেদুল হোসেন সুমন এবং মাটিরাঙ্গা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদিউল আলম বদি সহ পৌর যুবদল,মহিলা দল,শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।
কার্যক্রম উদ্বোধনের সময় এমএন আবছার বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে। এই কর্মসূচি আমাদের দলের চলমান প্রক্রিয়া। আমাদের প্রধান লক্ষ্য দলকে আরও সু-সংগঠিত করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।
অনুষ্ঠান শেষে এমএন আবছার মাটিরাঙ্গা পৌর বিএনপির অধীন নয়টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকের হাতে ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর করেন। এছাড়াও, পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অতিথিরা পৌর এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন।