
শ্রীপুর উপজেলার নয়নপুর-বরমী আঞ্চআঞ্চলিক সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিনের। কয়েকটি প্রতিবেদন ও এলাকাবাসীর প্রতিবাদের দীর্ঘদিন পর কাজ শুরু হলেও এটির কোনো সুরাহা পাচ্ছি না আমরা। এমত অবস্থায় এলাকার যারা প্রতিনিধি আছেন তারা আমাদের আঞ্চলিক এই সড়কটির কথা চিন্তা করবেন। প্রায় প্রায় অটো রিক্সা এখানে উল্টে যায়। বিভিন্ন দুর্ঘটনার শিকার হয় এলাকার মানুষ। এমত অবস্থায় উপর মহলের কাছে আমাদের দাবি। অতি দ্রুত আমাদের রাস্তাটা যেন হয়ে যায় আমাদের কষ্টটা যেন দূর হয়। জনপ্রতিনিধি ও শ্রীপুর উপজেলার ডিসি মহোদয়ের কাছে আকুল আবেদন রাস্তাটির কাজ যেনো অতি দ্রুত শেষ হয়।