১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মোল্লাহাটে বিআরডিবির নির্বাচন সম্পন্ন: চেয়ারম্যান নির্বাচিত মোঃ দুলাল মিয়া

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর নির্বাচন ২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলা বিআরডিবির সভাকক্ষে বুধবার (২ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে অংশগ্রহণকারী মোঃ দুলাল মিয়া ৭৬ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোঃ মামুন মোল্লা আনারস প্রতীকে পেয়েছেন ৩১ ভোট। নির্বাচনে একটি ভোট বাতিল হয়েছে।
মোট ১২৬ জন ভোটারের মধ্যে ১০৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা ভোটার উপস্থিতির দিক থেকে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভোটগ্রহণ কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্বাচন শেষে বিজয়ী প্রার্থী মোঃ দুলাল মিয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি জনগণের বিজয়। আমি সকলের সমন্বয়ে বিআরডিবিকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে চাই।”
উক্ত নির্বাচনী ভোট কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। এসময় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

৬ বছর বয়সী শিশু ধর্ষনের শিকার

মোল্লাহাটে বিআরডিবির নির্বাচন সম্পন্ন: চেয়ারম্যান নির্বাচিত মোঃ দুলাল মিয়া

পোস্ট হয়েছেঃ ০৯:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর নির্বাচন ২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলা বিআরডিবির সভাকক্ষে বুধবার (২ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে অংশগ্রহণকারী মোঃ দুলাল মিয়া ৭৬ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোঃ মামুন মোল্লা আনারস প্রতীকে পেয়েছেন ৩১ ভোট। নির্বাচনে একটি ভোট বাতিল হয়েছে।
মোট ১২৬ জন ভোটারের মধ্যে ১০৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা ভোটার উপস্থিতির দিক থেকে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভোটগ্রহণ কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্বাচন শেষে বিজয়ী প্রার্থী মোঃ দুলাল মিয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি জনগণের বিজয়। আমি সকলের সমন্বয়ে বিআরডিবিকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে চাই।”
উক্ত নির্বাচনী ভোট কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। এসময় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।