
পবিত্র ঈদুল আজহার দিন চুরি যাওয়া সাংবাদিকের মোটরসাইকেল ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি। ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
গত ৭ জুলাই ঈদের নামাজ আদায়ের সময় গাবতলী উপজেলার মহিষাবান হাফেজি মাদ্রাসা থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। আনন্দ টিভির গাবতলী প্রতিনিধি ছামিউল ইসলাম শামিম তাঁর ব্যবহৃত বগুড়া-হ-১৬-৮১৩৭ নম্বরের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি মাদ্রাসার ভেতরে রেখে নামাজ পড়তে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন তাঁর প্রিয় বাহনটি আর সেখানে নেই।
তিনি অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি পাননি। ঈদের পরদিন স্থানীয়দের পরামর্শে গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ করেন। মোটরসাইকেলের ইঞ্জিন নম্বর JZYWJHO7701 এবং চেসিস নম্বর MD2844BYOJWH87728।
চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়েরের ৫ দিন পার হলেও এখন পর্যন্ত মোটরসাইকেলের কোনো খোঁজ মেলেনি। এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং মোটরসাইকেল উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ছামিউল ইসলাম শামিমসহ সহকর্মী ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।