
চুন্নু আউট, জাতীয় পার্টির নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী,সুন্দরগঞ্জে মিষ্টি বিতরণ, অভিন্দন জানিয়েছেন নেতা-কর্মীর ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মজিবুল হক চুন্নকে বাদ দিয়ে জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসাবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ প্রদান করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।দলের প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালি বিষয়টি নিশ্চিত করেন।
তাঁকে জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত করায় সুন্দরগঞ্জ উপজেলা জুড়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের চেয়ারম্যান জিএম কাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আনন্দে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে আনন্দ মিছিল সহ মিষ্টি বিতরণ করেন।
নিজ দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ সাধারণ মানুষ জাতীয় পার্টির নতুন মহাসচিব নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে অভিনন্দন জানান।
তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব হিসাবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন।
উল্লেখ্য,শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। ২০১৮ সালের ২২ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি ২৯ গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনে ৬ মাসের জন্য সংসদ সদস্য নির্বাচিত হন।একই বছর ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে পূনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।