
গাইবান্ধায় অগ্রিম টাকা দিয়ে ইট না পাওয়ায় প্রতারণার শিকার হয়ে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ঠিকাদার। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে গাইবান্ধা সদরের জেলগেট সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ঠিকাদার নবাব আলী।
সংবাদ সম্মেলনে নবাব আলী অভিযোগ করেন, ২০২৪ সালের ১৯ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মেসার্স মা বাবার দোয়া ব্রিকস ফিল্ডের মালিক মুক্তার মিয়াকে ১ লাখ ১৫ হাজার ইটের মূল্য বাবদ ভাউচারের মাধ্যমে অগ্রীম ১০ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা প্রদান করেন। কিন্তু ভাটা মালিক শুধু মাত্র ১৯ হাজার ইট সরবরাহ করে বাকি ইট দিতে তালবাহানা শুরু করেন।
তিনি জানান, বারবার যোগাযোগ করেও কোনো ফল না পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ভাটায় যান তিনি। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। এরপর গত ২৯ মে মুক্তার মিয়া গাইবান্ধা শহরে আসলে এক বৈঠকে বসেন উভয় পক্ষ। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাটা মালিক মুক্তার মিয়া ক্ষিপ্ত হয়ে বলেন, তিনি আর কোনো টাকা বা ইট ফেরত দেবেন না। বরং নবাব আলী টাকা বা ইট দাবি করলে তাকে ‘মারপিট করে লাশ বানিয়ে ফেলার’ হুমকি দেন।
এ অবস্থায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আবেদন জানান ঠিকাদার নবাব আলী।
সংবাদ সম্মেলনে নবাব আলীর ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার রনজিত কুমার সাহা, লালন মিয়া, রনি মিয়াসহ অন্যান্য সহযোগীরা উপস্থিত ছিলেন।