
অদ্য ১১/৭/২০২৫ইং তারিখ রোজ শনিবার কুমিল্লা -৭ চান্দিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি থেকে ধানের শীষের নমিনেশন প্রত্যাশি প্রকৌশলী জনাব, কাজী শাখাওয়াত হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ, মহাসচিব ডিইএব। চান্দিনা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সদস্যদের সাথে পরিচয় ও মত বিনিময় সভায অংশ গ্রহন করেন। উক্ত পরিচিতি ও মত বিনিময় সভায় তিনি কুমিল্লা -৭ চান্দিনা নির্বাচনীএলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি থেকে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করার আশা ব্যাক্ত করেন। তিনি তার বক্তব্যে বলেন আমি দীর্ঘ দিন চান্দিনার গনমানুষের জন্য রাজনীতি করে আসছি। দলের দুরদিনে রাজ পথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। দলের কর্মসূচী বাস্তবায়ন করতে গিয়ে আমাকে কারাভোগ করতে হয়েছে। আমার সাথে যারা রাজনীতি করছেন তাদের মধ্যে এমন একজন ও নাই যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকের সাথে জড়িত। আমি একজন শিক্ষিত ও ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব। করি দল থেকে আমাকেই নমিনেশন দিবে ইনশাআল্লাহ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তুরে তিনি বলে আমি যদি নির্বাচিত হই তা হলে চান্দিনার উন্নায়নে, শিল্পে, কৃষি উৎপাদনে বেকারত্ব দুরকরনে এবং মাদক মুক্ত সমাজ গঠনে কাজ করে যাবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। দল যদি অন্য কাউকে নমিনেশন দেয় তা হলে দলের এবং দেশের স্বার্থে আমার অনুসারী নেতা কর্মীদেরকে নিয়ে এক হয়ে কাজ করবো।
উক্ত পরিচয় ও মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন
মোফাজ্জল হোসেন বশির সাবেক যুগ্ন সম্পাদক ছাত্রদল কেন্দ্রিয় সংসদ, মোঃ সফিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক কৃষক দল কুমিল্লা উত্তর জেলা, মোঃ জসিম উদ্দিন সদস্য সচিব তাতীঁদল কুমিল্লা উত্তর জেলা, মোঃ আনোয়ার পারভেজ শিমুল যুগ্ন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল চান্দিনা উপজেলা শাখা, মোঃ আবুল বাশার মেম্বার আহ্বায়ক তাতীঁদল চান্দিনা উপজেলা শাখা, মোঃ রেজাউল আলম সোহেল সহ কোষাধক্ষ যুবদল কুমিল্লা উত্তর জেলা, মোঃ শাহাজালাল প্রধান যুগ্ন আহ্বায়ক যুবদল চান্দিনা উপজেলা শাখা, মোঃ জসিম উদ্দীন সদস্য সচিব তাতীঁদল চান্দিনা উপজেলা শাখা, গোলাম মোস্তাফা সাবেক সভাপতি ছাত্রদল চান্দিনা পৌর শাখা, মোঃ জোবায়ের আহম্মেদ সুমন যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল চান্দিনা পৌর শাখা, মোঃ বাবুল গাজী যুগ্ন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাতার শাখা, মোঃ আবদুল হালিম আহ্বায়ক তাতীঁদল ৮নং বরকইট ইউনিয়ন শাখা, মোঃ ফারুক হোসেন যুগ্ন আহ্বায়ক তাতীঁদল ৮নং বরকইট ইউনিয়ন শাখা।