০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সোনারগাঁয়ে বিএনপির গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ এবং কেন্দ্র ঘোষিত ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি।

শনিবার (১২ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তালতলা বাজার থেকে বস্তল এলাকা পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রচারপত্র বিতরণ করা হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি মো. আমির হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

সভায় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. ইউসুফ সোহাগ, সিনিয়র সহ-সভাপতি পনির হোসেন মিন্টু, সহ-সভাপতি আলমগীর হোসেন, সোলাইমান মিয়া, শাহিন মিয়া, বাচ্চু মিয়া, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান কামু, সালাউদ্দিন মিয়া ও হাফিজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সোহাগ হত্যার দায় তারেক জিয়াকে নিতে হবে। -মুফতী সৈয়দ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সোনারগাঁয়ে বিএনপির গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ

পোস্ট হয়েছেঃ ১১:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ এবং কেন্দ্র ঘোষিত ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি।

শনিবার (১২ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তালতলা বাজার থেকে বস্তল এলাকা পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রচারপত্র বিতরণ করা হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি মো. আমির হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

সভায় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. ইউসুফ সোহাগ, সিনিয়র সহ-সভাপতি পনির হোসেন মিন্টু, সহ-সভাপতি আলমগীর হোসেন, সোলাইমান মিয়া, শাহিন মিয়া, বাচ্চু মিয়া, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান কামু, সালাউদ্দিন মিয়া ও হাফিজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।