
গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সোমবার (১৪ জুলাই ২০২৫) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে শেষ হয়। পরে কলেজ মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
পথসভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা।
এ-সময় জেলা ছাত্রদলের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “কোনো ষড়যন্ত্রকারীর স্থান বাংলাদেশে হবে না। অতীত থেকে শিক্ষা নিন—বাংলাদেশে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ছাত্রদল তাদের কোনোভাবেই বরদাশত করবে না।”
তিনি আরও বলেন, “আজ যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, সন্ত্রাসীদের যারা মদদ দিচ্ছেন, আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। খুনের ঘটনাকে ঢাকতে আরেকটি খুন বা অপপ্রচারের পথ বন্ধ করতে হবে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত হোক—এটাই আমাদের দাবি।”
বক্তব্যের শেষদিকে তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
ছাত্রদলের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।