
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অগ্নিকান্ডে, দুর্যোগ ক্ষতিগ্রস্হ দুঃস্হ ও অসহায় পরিবারের মাঝে ঢেউ টিন ও গৃহ নির্মাণ বাবদ অর্থের চেক বিতরণ করেন বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীর সম্মানিত পরিচালক ও স্হানীয় সরকার(যুগ্মসচিব) পারভেজ রায়হান।
১৪ জুলাই(সোমবার) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অগ্নিকান্ড, দুর্যোগ ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউ টিন ও গৃহ নির্মাণ বাবদ অর্থের চেক বিতরণ করেন স্থানীয় সরকার রাজশাহী ও পরিচালক (যুগ্ম সচিব) পারভেজ রায়হান। তিনি শিবগঞ্জ উপজেলা নির্বহী অফিস, শিবগঞ্জ পৌরসভা, জনস্বস্হ্য প্রকৌশল বিভাগ কর্তৃক বাস্তবায়িত প্রকল্প, মহাস্হান মাহীসওয়ার ফাজিল মাদ্রাসা, উপজেলা প্রকৌশল অফিস কর্তক বাস্তবায়িত প্রকল্প সমূহ ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। পরে বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে দপ্তর প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি বুলবুল ইসলাম, পৌরসভা ইঞ্জিনিয়ার আবুল হাসেম প্রমুখ।