
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ আগস্ট, বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং ছাত্রকল্যাণ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তারা নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কাঠামো, ছাত্রকল্যাণ কার্যক্রম এবং ক্যাম্পাস জীবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা প্রদান করবেন।
এবারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি (URP) এবং বিআর্ক (Architecture) বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীরা অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত ক্লাস শুরু হবে ১৭ আগস্ট, রবিবার থেকে। এর মাধ্যমে নবীন শিক্ষার্থীদের জন্য কুয়েট ক্যাম্পাসে শুরু হতে যাচ্ছে এক নতুন যাত্রা।
বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, “ওরিয়েন্টেশন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি একজন শিক্ষার্থীর প্রকৌশল জীবনের প্রথম পথচলা। আমরা চাই প্রত্যেকে যেন আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার সাথে যাত্রা শুরু করতে পারে।”
উল্লেখ্য, প্রতি বছরই কুয়েট কর্তৃপক্ষ নবীনদের স্বাগত জানাতে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে থাকে। এ আয়োজন শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি, আত্মবিশ্বাস গঠন এবং নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে সহায়তা করে।