
সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা হালুয়াঘাট উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ১২৮ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য ও নবগঠিত বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ৭নং শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনূস আলী খান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহবায়ক এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার মঞ্চে উপস্থিতিতে বিএনপির সদস্য নবায়ন ফরম পূরণ করে সদস্যপদ নবায়ন করেন
বুধবার (৩০ জুলাই) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের দলীয় সদস্যপদ নবায়ন এবং নতুন প্রাথমিক সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য-সচিব আবু হাসনাত বদরুল কবীর এবং পৌর বিএনপির সদস্য-সচিব আবদুল আজিজ খানের সঞ্চালনায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।