
১৯ এপ্রিল (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ২০৪-২০২৫ সেশনের সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । দুটি শিফটে এ ভর্তি পরীক্ষাটি সকাল ১১ টা থেকে ১২ এবং দুপুর ২:৩০ টা থেকে ৩:৩০ টায় অনুষ্ঠিত হবে । এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট অর্থ্যাৎ কলা,আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা ৫ টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের অসুবিধা নিরসনের লক্ষ্যে এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র গুলো স্থাপন করা হয়েছে। এবছর এ ইউনিটে ১৮৭২ টি আসনের বিপরীতে মোট ৯৬ হাজার ১৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্ৰহন করছে । গড়ে প্রতি আসনের জন্য ৫১ ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিযোগিতা করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ভর্তি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার , পানি সহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।