
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ও ঘোড়জান ইউনিয়নে দীর্ঘ ২০ বছর ধরে অবৈধভাবে দখল করে রাখা সরকারি রাস্তা অবশেষে দখলমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরেজমিনে গিয়ে এই দখলদারিত্বের অবসান ঘটান। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দুই দশক ধরে গুরুত্বপূর্ণ এই দুটি রাস্তা কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের দখলে রেখে চলাচলে বিঘ্ন ঘটিয়ে আসছিলেন। এতে সাধারণ জনগণ চরম দুর্ভোগে পড়েন। বিষয়টি নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন। অবশেষে ইউএনও’র সক্রিয় উদ্যোগে স্থানীয় জনগণের অংশগ্রহণে দখলমুক্ত করা হয় রাস্তা দুটি।অভিযানের সময় ইউএনও আশ্রয়ণ প্রকল্পের ঘরের সামনে টিনের প্রাচীর সরিয়ে নেওয়ার পরামর্শ দেন, যাতে জনগণের চলাচল আরও সহজ হয়। এ সময় সাংবাদিক, শিক্ষক ও আনসার সদস্যরা ইউএনওকে সর্বাত্মক সহযোগিতা করেন। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “দীর্ঘদিন পর আমরা হাঁফ ছেড়ে বাঁচলাম। ইউএনও’র এ ধরনের সাহসী পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ।”এ বিষয়ে ইউএনও বলেন, “জনস্বার্থে যেকোনো অবৈধ দখলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সরকারিভাবে বরাদ্দকৃত কোনো সম্পত্তি কেউ দখলে রাখতে পারবে না।