
ভোলায় আবাসিক গ্যাস সংযোগ ও গ্যাস ভিত্তিক শিল্প কারখানাসহ ৫ দফা দাবিতে ইন্টাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ২৩: ৩০ এ দিকে জেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীরা জানান, ভোলায় প্রচুর গ্যাসের মজুত থাকলেও এখনও ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে ওঠেনি। বিগত দিনে অনেক শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে। কিন্তু তাতে কোনও ফলাফল আসেনি। তাই ইন্ট্রাকোর গাড়ি আটকানো হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভোলা থেকে কোনও গ্যাস নিতে দেয়া হবে না।