
“দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন, বগুড়া” বৃত্তি পরীক্ষা ২০২৪ ইং এর ফলাফল অদ্য ১৯শে এপ্রিল বেলা ১০:০০ ঘটিকায় নিজস্ব কার্যালয়ে ফাউন্ডেশনের মহাপরিচালক জোবায়ের আহমেদ এর নিকট হস্তান্তর করেন ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক লুৎফর রহমান। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক জনাব শাহরিয়ার হাসান বিপ্লব, সদস্য সচিব তৌফিকুল ইসলাম তাকি, রেজিস্টার মানিক মিয়া ও কার্যনির্বাহী তালিবুল হাবিব, নাজমুল হক, রাকিবুল ইসলাম রবিন। কমেন্ট্স বক্সে রেজাল্ট সীটের লিংক দেয়া হয়েছে। বৃত্তি পরীক্ষার ২০২৪ইং এর কেন্দ্র সমূহে আগামীকাল রেজাল্ট সীট টানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। গত ২১/১২/২০২৪ ইং তারিখে “দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন, বগুড়া” এর বৃত্তি পরীক্ষা-২০২৪ বগুড়ার ৯ টি কেন্দ্রে এবং ১ টি সাব কেন্দ্রে যথাক্রমে সারিয়াকান্দি, গাবতলী, খোট্টাপাড়া, শাজাহানপুর (আড়িয়া), শাজাহানপুর (রানিরহাট), শেরপুর (সামিট), শেরপুর (ছোনকা), ধুনট, সোনাতলা (সুখানপুকুর) ও সোনাতলা (ফাজিল মাদ্রাসা) একযোগে অনুষ্ঠিত হয়। এবারের বৃত্তি পরীক্ষায় ৫০১৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। যার মধ্যে এবারের ফলাফলে ট্যালেন্টপুল গ্রেডে ৫০ জন, জেনারেল গ্রেডে ১৯৯ জন, প্রাতিষ্ঠানিক কোটায় ৯৪ জন ও শুভেচ্ছা গ্রেডে ২৯৫ জন সহ সর্বমোট ৬৩৮ জন বৃত্তি পেয়েছে।