০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে ভোগান্তি, তবুও শুরু হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

  • Tariqur Rahman Rezuan
  • পোস্ট হয়েছেঃ ০৯:১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • 93
টানা বৃষ্টির মধ্য দিয়েই শুরু হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এ বছরের ভর্তি কার্যক্রমের সূচনা হয়। ভোর থেকেই শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় দেখা গেছে, অনেক পরীক্ষার্থী ভিজে সড়কে হেঁটে কিংবা রিকশা ও সিএনজিতে করে কেন্দ্রে পৌঁছেছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে যানবাহন চালকেরা ভাড়া আদায়ে বাড়তি চাপ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন অনেকে। এক পরীক্ষার্থী বলেন, “আমরা যে দূরত্বে সাধারণত ২০-৩০ টাকা দেই, আজ সেখানে ৭০-৮০ টাকা নিয়েছে অটোরিকশা চালকেরা।”  এদিকে, কিছু শিক্ষার্থী বৃষ্টির কারণে কেন্দ্রে পৌঁছাতে দেরি করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কেউ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে পুরোপুরি বঞ্চিত হননি। নির্ধারিত সময়ের কিছুটা পর এলেও যাচাই-বাছাই শেষে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষায় সহযোগিতায় এগিয়ে এসেছে কুবির বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন। ছাত্রদল, ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ, বিএনসিসি, রোভার স্কাউটসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ছাতা, খাতা হাতে পরীক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেছে। অভিভাবকদের অনেকেই দিনটি বৃষ্টিপূর্ণ হওয়ায় যানবাহনের ভাড়া নিয়ন্ত্রণে সুষ্ঠু নজরদারির দাবি জানিয়েছেন। এক অভিভাবক বলেন, “এত বড় দিনে এমন দুর্ব্যবস্থা থাকা অনুচিত। প্রশাসনের নজরদারি দরকার ছিল।” আরেকজন পরীক্ষার্থী বলেন, “অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এমন বৃষ্টি আর চাপের মধ্যে পরীক্ষায় অংশ নেওয়া মানসিকভাবে চ্যালেঞ্জিং। তবুও চেষ্টা করেছি সেরাটা দিতে।” বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৫৮ জন। এতে করে ‘এ’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন ৯৩ জন এবং ‘সি’ ইউনিটে ৪১ জন করে। চলতি বছর দীর্ঘ চার বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজন করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৩০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক সংবাদ সম্মেলনে জানান, পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিটি কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করছেন। পরীক্ষার্থীদের জন্য কড়াকড়ি নির্দেশনা জারি করে জানানো হয়, কেন্দ্রের ভেতরে প্রবেশের সময় সকল পরীক্ষার্থীর কান, চোখ ও মুখমণ্ডল চেক করা হবে। কেউ কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যেমন ফোন, ঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদি সঙ্গে রাখতে পারবে না। তবে ব্যাগ সঙ্গে আনতে পারলেও তা কেন্দ্রে নির্ধারিত স্থানে জমা দিতে হবে। পরীক্ষার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের সুযোগ থাকলেও, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে প্রবেশ করা যাবে। নির্ধারিত সময়ের পরে কেউ প্রবেশ করতে পারবে না।টানা বৃষ্টিপাত আর কঠোর নিয়মের মধ্য দিয়েও পরীক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণ এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

বিয়ে শেষে ভাগ্নিকে এগিয়ে দিতে গিয়ে খুন হলেন মামা

টানা বৃষ্টিতে ভোগান্তি, তবুও শুরু হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

পোস্ট হয়েছেঃ ০৯:১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
টানা বৃষ্টির মধ্য দিয়েই শুরু হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এ বছরের ভর্তি কার্যক্রমের সূচনা হয়। ভোর থেকেই শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় দেখা গেছে, অনেক পরীক্ষার্থী ভিজে সড়কে হেঁটে কিংবা রিকশা ও সিএনজিতে করে কেন্দ্রে পৌঁছেছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে যানবাহন চালকেরা ভাড়া আদায়ে বাড়তি চাপ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন অনেকে। এক পরীক্ষার্থী বলেন, “আমরা যে দূরত্বে সাধারণত ২০-৩০ টাকা দেই, আজ সেখানে ৭০-৮০ টাকা নিয়েছে অটোরিকশা চালকেরা।”  এদিকে, কিছু শিক্ষার্থী বৃষ্টির কারণে কেন্দ্রে পৌঁছাতে দেরি করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কেউ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে পুরোপুরি বঞ্চিত হননি। নির্ধারিত সময়ের কিছুটা পর এলেও যাচাই-বাছাই শেষে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষায় সহযোগিতায় এগিয়ে এসেছে কুবির বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন। ছাত্রদল, ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ, বিএনসিসি, রোভার স্কাউটসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ছাতা, খাতা হাতে পরীক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেছে। অভিভাবকদের অনেকেই দিনটি বৃষ্টিপূর্ণ হওয়ায় যানবাহনের ভাড়া নিয়ন্ত্রণে সুষ্ঠু নজরদারির দাবি জানিয়েছেন। এক অভিভাবক বলেন, “এত বড় দিনে এমন দুর্ব্যবস্থা থাকা অনুচিত। প্রশাসনের নজরদারি দরকার ছিল।” আরেকজন পরীক্ষার্থী বলেন, “অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এমন বৃষ্টি আর চাপের মধ্যে পরীক্ষায় অংশ নেওয়া মানসিকভাবে চ্যালেঞ্জিং। তবুও চেষ্টা করেছি সেরাটা দিতে।” বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৫৮ জন। এতে করে ‘এ’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন ৯৩ জন এবং ‘সি’ ইউনিটে ৪১ জন করে। চলতি বছর দীর্ঘ চার বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজন করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৩০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক সংবাদ সম্মেলনে জানান, পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিটি কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করছেন। পরীক্ষার্থীদের জন্য কড়াকড়ি নির্দেশনা জারি করে জানানো হয়, কেন্দ্রের ভেতরে প্রবেশের সময় সকল পরীক্ষার্থীর কান, চোখ ও মুখমণ্ডল চেক করা হবে। কেউ কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যেমন ফোন, ঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদি সঙ্গে রাখতে পারবে না। তবে ব্যাগ সঙ্গে আনতে পারলেও তা কেন্দ্রে নির্ধারিত স্থানে জমা দিতে হবে। পরীক্ষার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের সুযোগ থাকলেও, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে প্রবেশ করা যাবে। নির্ধারিত সময়ের পরে কেউ প্রবেশ করতে পারবে না।টানা বৃষ্টিপাত আর কঠোর নিয়মের মধ্য দিয়েও পরীক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণ এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।