০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজ আবু কালামের ৪৮ দিনেও সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় তার পরিবার

  • খলিলুর রহমান
  • পোস্ট হয়েছেঃ ১০:০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • 21
৪৮দিন ধরে নিখোঁজ আবুল কালাম (৫০)নামের এক ভ্যান চালক গত ০৩ মার্চ (সোমবার) আম বাগিছা, ৭নং ওয়ার্ড আগানগর ইউনিয়ন,দক্ষিণ কেরানীগঞ্জ থানা,কদমতলি বাজার থেকে সকাল ১০টার পর তিনি নিখোঁজ হন। এরপর থেকে কালামের সন্ধান পাচ্ছেন না তার পরিবার। শরিয়তপুর জেলা নড়িয়া থানা বিজারি ইউনিয়নের ধামারন গ্রাম, মৃত: তাহের উদ্দিন ঢালীর ছেলে আবু কালাম। নিখোঁজ কালাম ১০ বছরের বেশি সময় ধরে কদমতলী বাজার (কেরানীগঞ্জ ঢাকা) এলাকায় বসবাস করে আসছিলো  হঠাৎ করে নিখোঁজ হওয়ায় পাড়াপতিবেসি ও পরিবারের সবাই চিন্তিত ও দিশেহারা।  নিখোঁজের দিন থেকেই কালামের  দু’টি মোবাইল নম্বরই বন্ধ রয়েছে। এরপর থেকে কালামের খোঁজে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। কালামের সন্ধান পেতে ৮মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তার স্ত্রী লাইজু বেগম (৪২) মৌখিক অভিযোগ করে আসছিলো। দেখি আমার স্বামী হয়তোবা ফিরে আসবে। কিন্তু দীর্ঘ দিনে স্বামী ফিরে না আসায় ও সন্ধান না পাওয়ায়,পরবর্তীতে ০৬/০৪/২০২৫ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি নিখোঁজ জিডি(নিখোঁজ ডায়েরি) করা হয়,জিডি নাং ২৬৬ কিন্তু বারে বারে থানায় যোগাযোগ করেও এ-র কোনো খবর পাওয়া যাচ্ছেনা। ঘরের একমাত্র উপার্জন কারি হওয়ায় ও খোঁজ না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন পার করছেন তার পরিবার। পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতা ও গায়ের রঙ কালো বর্ণের কালামের কোনো খোঁজ পেলে –
০১৭১৮ ৫৫০৫১৭/ ০১৭৭২ ৩১৯৯১৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। নিখোঁজ আবু কালামের  দ্রুত সন্ধান ও নিরাপদে বাড়ি ফেরার জন্য তার পরিবার,আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছেন।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

বিয়ে শেষে ভাগ্নিকে এগিয়ে দিতে গিয়ে খুন হলেন মামা

নিখোঁজ আবু কালামের ৪৮ দিনেও সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় তার পরিবার

পোস্ট হয়েছেঃ ১০:০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৪৮দিন ধরে নিখোঁজ আবুল কালাম (৫০)নামের এক ভ্যান চালক গত ০৩ মার্চ (সোমবার) আম বাগিছা, ৭নং ওয়ার্ড আগানগর ইউনিয়ন,দক্ষিণ কেরানীগঞ্জ থানা,কদমতলি বাজার থেকে সকাল ১০টার পর তিনি নিখোঁজ হন। এরপর থেকে কালামের সন্ধান পাচ্ছেন না তার পরিবার। শরিয়তপুর জেলা নড়িয়া থানা বিজারি ইউনিয়নের ধামারন গ্রাম, মৃত: তাহের উদ্দিন ঢালীর ছেলে আবু কালাম। নিখোঁজ কালাম ১০ বছরের বেশি সময় ধরে কদমতলী বাজার (কেরানীগঞ্জ ঢাকা) এলাকায় বসবাস করে আসছিলো  হঠাৎ করে নিখোঁজ হওয়ায় পাড়াপতিবেসি ও পরিবারের সবাই চিন্তিত ও দিশেহারা।  নিখোঁজের দিন থেকেই কালামের  দু’টি মোবাইল নম্বরই বন্ধ রয়েছে। এরপর থেকে কালামের খোঁজে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। কালামের সন্ধান পেতে ৮মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তার স্ত্রী লাইজু বেগম (৪২) মৌখিক অভিযোগ করে আসছিলো। দেখি আমার স্বামী হয়তোবা ফিরে আসবে। কিন্তু দীর্ঘ দিনে স্বামী ফিরে না আসায় ও সন্ধান না পাওয়ায়,পরবর্তীতে ০৬/০৪/২০২৫ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি নিখোঁজ জিডি(নিখোঁজ ডায়েরি) করা হয়,জিডি নাং ২৬৬ কিন্তু বারে বারে থানায় যোগাযোগ করেও এ-র কোনো খবর পাওয়া যাচ্ছেনা। ঘরের একমাত্র উপার্জন কারি হওয়ায় ও খোঁজ না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন পার করছেন তার পরিবার। পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতা ও গায়ের রঙ কালো বর্ণের কালামের কোনো খোঁজ পেলে –
০১৭১৮ ৫৫০৫১৭/ ০১৭৭২ ৩১৯৯১৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। নিখোঁজ আবু কালামের  দ্রুত সন্ধান ও নিরাপদে বাড়ি ফেরার জন্য তার পরিবার,আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছেন।