
আনোয়ারা থেকে চট্টগ্রাম শহরমুখী সব বাস চলাচল বন্ধ রেখেছে বাসশ্রমিকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আজ শনিবার (১৯এপ্রিল) সকাল ৭:৩০ এরপর আনোয়ারা চাতরী চৌমুহনী থেকে কোনো বাস ছেড়ে যায়নি। জানা যায়, চট্টগ্রাম শহরে থাকা মাহিন্দ্রাগুলো যাত্রী নিয়ে আনোয়ারা চাতরী চৌমুহনী বাজারে চলে যায়, ফলে ক্ষতির মুখে পড়ছেন বাসমালিকর। মাহিন্দ্রা চালকদের সাথে বাসচালকদের মারামারির খবরও পাওয়া যায়।
আগে থেকে কোনো ঘোষণা না দিয়ে বাস ধর্মঘট শুরু করায় বিপাকে পরেছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। তারা বাসের জন্য এসে হঠাৎ ধর্মঘটের খবরে হতবাক। সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন অফিসমুখী যাত্রীরা।
ধর্মঘটের সুযোগে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ সিএনজি অটোরিকশা চালকদের।
চট্টগ্রাম শহরগামী ব্যবসায়ী মো. ইসহাক বলেন, ‘ধর্মঘটের কথা জানতাম না। প্রায় ৩ ঘণ্টা ধরে চাতরী চৌমুহনী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। সুযোগ পেয়ে বাড়তি ভাড়া নিচ্ছে অন্যান্য যানবাহনগুলো।
তিনি বলেন, ‘আমার চট্টগ্রাম শহর যাওয়া জরুরি। নিউমার্কেট এলাকায় আমার ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। কীভাবে যাবে বুঝতে পারছি না।’
বাসের ড্রাইভার মোঃ জরিপ আলী বলেন,আমাদের তিনশ থেকে আড়াইশত গাড়ি আছে যার মধ্যে অধিকাংশ বাস নতুন ব্রিজ থেকে চাতরি চৌমুহুনি বাজারে ভাড়া মারে দুই তিন দিন ধরে মাহিন্দারা যে তিন চাক্কার গাড়ি আছে সেগুলো আনোয়ারায় প্রবেশ করতেছে যার কারণে আমাদের যাত্রী কমেগেছে আগেই যাত্রী পাইতাম না এখন মাহিন্দারা আসে দিন দিন কমে যাচ্ছে, তাদের সীমানা হচ্ছে মসজিদটেক এলাকায়৷আনোয়ারা তারা আসার কোন রাইট নেই তারপরও নিয়ম ভঙ্গ করে ক্ষমতা দেখিয়ে তারা চাতরি চৌমুহুনি বাজার আসতেছে৷