
প্রতি বছরের ন্যায় ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ৫ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ আহরণ, বাজারজাতকরণ , বিপণন এবং পরিবহন নিষেধাজ্ঞা জারি করেছেন। আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন ও অমাবস্যার পরের তিন দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিন ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ চলবে। এ অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেবে। এই নিষেধাজ্ঞা প্রধান কারণ হলো মা ইলিশ রক্ষাকরনের জন্য এবং মা ইলিশ যেনো নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে।