০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে জনতার হাতে আটক দুইজন ডাকাত দল সদস্য।

  • MD Hafizul Islam
  • পোস্ট হয়েছেঃ ০১:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 54
যশোরের কেশবপুর উপজেলায় সংঘবদ্ধভাবে ডাকাতকালে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ভাদুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে সংঘবদ্ধ একদল ডাকাত ভাদুড়িয়া এলাকায় ডাকাত কলাগাছ ফেলে ডাকাতি করছিলো। এসময় স্থানীয়রা দুইজনকে আটক করে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষ থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন-খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৬নং ওয়ার্ডের বাতিখালি গ্রামের কিশোর কুমার কেষ্টের ছেলে রুদ্র মণ্ডল এবং ৭নং ওয়ার্ডের আব্দুল আজিজের ছেলে ইলিয়াস হোসেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মোট ১২ ছিলো। এসময়ে জনতা দুইজনকে আটক করে। এছাড়াও ইলিয়াস হোসেনের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে। ঘটনাটির পর থানায় ডাকাতির মামলা রুজু করা হয়েছে।
ওসি আরও জানান, শুক্রবার আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

কেশবপুরে জনতার হাতে আটক দুইজন ডাকাত দল সদস্য।

পোস্ট হয়েছেঃ ০১:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
যশোরের কেশবপুর উপজেলায় সংঘবদ্ধভাবে ডাকাতকালে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ভাদুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে সংঘবদ্ধ একদল ডাকাত ভাদুড়িয়া এলাকায় ডাকাত কলাগাছ ফেলে ডাকাতি করছিলো। এসময় স্থানীয়রা দুইজনকে আটক করে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষ থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন-খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৬নং ওয়ার্ডের বাতিখালি গ্রামের কিশোর কুমার কেষ্টের ছেলে রুদ্র মণ্ডল এবং ৭নং ওয়ার্ডের আব্দুল আজিজের ছেলে ইলিয়াস হোসেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মোট ১২ ছিলো। এসময়ে জনতা দুইজনকে আটক করে। এছাড়াও ইলিয়াস হোসেনের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে। ঘটনাটির পর থানায় ডাকাতির মামলা রুজু করা হয়েছে।
ওসি আরও জানান, শুক্রবার আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে