
দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের প্যানেল চেয়ারম্যানসহ দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— ৪ নং ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুনুর রশিদ (৩৮) এবং পৌর আওয়ামী লীগের সদস্য ও সাবেক কাউন্সিলর কাজী কাদের (৬০)।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে ঘোড়াঘাট থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। হারুনুর রশিদ উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের পাঁটশাও এলাকার ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য। অপরদিকে কাজী কাদের ২০১০ সালে পৌর শহরের নূরজাহানপুর এলাকার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট পৌরশহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ২৪ আগস্ট ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ার পর হারুনুর রশিদ ও কাজী কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।৷
মো: মামুনুর রশিদ 



















