
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর দীর্ঘদিন যাবৎ প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী বিভিন্ন সভা ও সমাবেশ করে আসছেন। এলাকায় মাদক ও চুরি রোধে বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠন করা হয়। গত (২০ অক্টোবর) সোমবার মধ্য বেড়াখলা গ্রামে একটি চুরি সংগঠিত হয়, এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার পর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত (২৫ অক্টোবর) শনিবার রাতে পূর্ব পোমকাড়া গ্রামে ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে অভিযান করে চোর চক্রের ৩ সদস্যকে স্বর্ণ, চুরির সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে চুরির সরঞ্জামসহ থানায় নিয়ে যায়। রবিবার সকালে তাদের বিরুদ্ধে মামলা হলে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলো- পূর্ব পোমকাড়া গ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে জমির হোসেন (৩৫), মৃত মোনাফ মিয়ার ছেলে মোঃ সবুজ মিয়া (৩০), মৃত আব্দুল আলীম এর ছেলে আরিফুল ইসলাম আওলাদ (২৫)। এবিষয়ে শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর বলেন, মাদক ও চুরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। হয় এলাকায় মাদক ও চোর থাকবে না হয় আমি থাকবো। মাদক ও চুরির বিরুদ্ধে কোন আপোষ নেই। আগামীতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Basir 



















