
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা’র বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আনা ২৮২০ কেজি জিরাসহ ০১ জনকে আটক।
অদ্য( ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ)তারিখ দুপুর আনুমানিক ( ১২.৩৫ মিঃ) জেলা গোয়েন্দা শাখা(ডি বি’) বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় জিরাসহ একব্যক্তি কে আটক করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার সদর মডেল থানাধীন লস্করপুর এলাকার ঢাকা সিলেট মহাসড়কের রেল ক্রসিংয়ের সামনে অভিযান পরিচালনা করে ৯৪টি বস্তায় ২৮২০ কেজি ভারতীয় জিরা জব্দ এবং এক( ০১) জনকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
সারোয়ার নেওয়াজ শামীম 



















