
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ধলাই নদীর দক্ষিণ, কালাসাদক মৌজা লিজ হয় গত মাস দুএক আগে।
এই ইজারার চালান নিয়ে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ডালারপাড় গ্রামের ভেতর থেকে মানুষের ফসলি জমি থেকে সিন্ডিকেট করে অবৈধ ভাবে বালু উত্তলন করছেন একটি কুচক্রী মহল।
জানা যায়, গত কয়েকমাস যাবত চলছে এই রমরমা অবৈধ ভাবে বালু উত্তলন, এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, গ্রামবাসীর ফসলি জমি,বাড়িঘর, স্কুল,মসজিদ, কবরস্থান সহ চলাচলের একমাত্র রাস্তা।
সদ্য যোগদান করা কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রতন শেখ, গ্রামবাসীর পক্ষে অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত ব্যাক্তি,এজাহার ভুক্ত মামলার ২২ নং আসামি মোঃ আজিজ(আজিদ মিয়া) ৫৯ পিতা: মৃত আঃ জব্বার, সাং: মোস্তফা নগর। থানা কোম্পানীগঞ্জ, জেলা সিলেট।