০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫ উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

  • Miah Suleman
  • পোস্ট হয়েছেঃ ১২:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 113
ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকবৃন্দ, ধর্মীয় ও কমিউনিটি লিডারদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। এ রোগ প্রতিরোধে টিকা নিরাপদ ও কার্যকর। বিদ্যালয়ভিত্তিক শিক্ষার্থীদের পাশাপাশি জনগণকেও সচেতন করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষক ও কমিউনিটি নেতারাই সরাসরি জনগণের সঙ্গে যুক্ত থাকেন। তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই কর্মসূচির বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।”
সভায় জানানো হয়, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এ টিকা গ্রহণ করতে পারবেন। তবে নিবন্ধন কার্ড ছাড়াও টিকা নেওয়া সম্ভব হলেও, সেক্ষেত্রে ভবিষ্যতে অন্যান্য টিকা গ্রহণে সীমাবদ্ধতা তৈরি হতে পারে। এ কারণে সবাইকে সঠিকভাবে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
অংশগ্রহণকারীদের জানানো হয়, নির্ধারিত সময়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিকাদান কেন্দ্র খোলা থাকবে। প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী টিকা প্রদান করা হবে। নিবন্ধন কার্ড সংগ্রহের সহজ প্রক্রিয়া সম্পর্কেও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসা ও মাদরাসা শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা কর্মসূচি সফল করতে সকলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

মঠবাড়িয়া পৌর যুবদল নেতা বেল্লাল হোসেন বহিষ্কার

ইশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫ উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

পোস্ট হয়েছেঃ ১২:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকবৃন্দ, ধর্মীয় ও কমিউনিটি লিডারদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। এ রোগ প্রতিরোধে টিকা নিরাপদ ও কার্যকর। বিদ্যালয়ভিত্তিক শিক্ষার্থীদের পাশাপাশি জনগণকেও সচেতন করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষক ও কমিউনিটি নেতারাই সরাসরি জনগণের সঙ্গে যুক্ত থাকেন। তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই কর্মসূচির বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।”
সভায় জানানো হয়, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এ টিকা গ্রহণ করতে পারবেন। তবে নিবন্ধন কার্ড ছাড়াও টিকা নেওয়া সম্ভব হলেও, সেক্ষেত্রে ভবিষ্যতে অন্যান্য টিকা গ্রহণে সীমাবদ্ধতা তৈরি হতে পারে। এ কারণে সবাইকে সঠিকভাবে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
অংশগ্রহণকারীদের জানানো হয়, নির্ধারিত সময়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিকাদান কেন্দ্র খোলা থাকবে। প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী টিকা প্রদান করা হবে। নিবন্ধন কার্ড সংগ্রহের সহজ প্রক্রিয়া সম্পর্কেও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসা ও মাদরাসা শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা কর্মসূচি সফল করতে সকলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।