০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এসিল্যান্ডের গাড়ি চাপায় মদন মোহন কলেজের অফিস সহকারী নিহত

  • সুমন আহমদ খান 
  • পোস্ট হয়েছেঃ ১২:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 76
সিলেট-রাজনগর সড়কে ছাতকের সহকারী কমিশনারের (ভূমি) গাড়ির চাপায় নিহত হয়েছেন সিলেট সরকারি মদন মোহন কলেজের এক কর্মচারী। নিহতের নাম আশিষ কুমার দাস বিনয় (৫৫)। দুর্ঘটনার ঘটনায় পূজার আনন্দ ম্লান হয়ে নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার (১ অক্টোবর) সকালে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেলারচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশিষ কুমার মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ গ্রামের আশুতোষ দাসের ছেলে এবং মদন মোহন কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ওইদিন সকালে সিলেট থেকে ঢাকাগামী ‘কালনি এক্সপ্রেস’ ট্রেন মিস করেন। পরবর্তীতে তিনি শ্রীমঙ্গল থেকে ট্রেন ধরতে সরকারি গাড়ি  নিয়ে রওনা দেন। শ্রীমঙ্গলে পৌঁছে নামিয়ে দেওয়ার পর ফেরার পথে তার গাড়িটি চেলারচকে মোটরসাইকেল আরোহী আশিষ কুমারকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে এসিল্যান্ডের গাড়ি ও মোটরসাইকেল উদ্ধার করে। গাড়িচালক আলবাব হোসেনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ফোন রিসিভ করেননি। রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন খান বলেন, “ছাতকের এসিল্যান্ডের গাড়িটি মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তবে এখনো কোনো মামলা হয়নি।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বাউফল থেকে গণ অধিকার পরিষদের মনোনয়নপত্র দাখিল —

এসিল্যান্ডের গাড়ি চাপায় মদন মোহন কলেজের অফিস সহকারী নিহত

পোস্ট হয়েছেঃ ১২:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
সিলেট-রাজনগর সড়কে ছাতকের সহকারী কমিশনারের (ভূমি) গাড়ির চাপায় নিহত হয়েছেন সিলেট সরকারি মদন মোহন কলেজের এক কর্মচারী। নিহতের নাম আশিষ কুমার দাস বিনয় (৫৫)। দুর্ঘটনার ঘটনায় পূজার আনন্দ ম্লান হয়ে নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার (১ অক্টোবর) সকালে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেলারচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশিষ কুমার মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ গ্রামের আশুতোষ দাসের ছেলে এবং মদন মোহন কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ওইদিন সকালে সিলেট থেকে ঢাকাগামী ‘কালনি এক্সপ্রেস’ ট্রেন মিস করেন। পরবর্তীতে তিনি শ্রীমঙ্গল থেকে ট্রেন ধরতে সরকারি গাড়ি  নিয়ে রওনা দেন। শ্রীমঙ্গলে পৌঁছে নামিয়ে দেওয়ার পর ফেরার পথে তার গাড়িটি চেলারচকে মোটরসাইকেল আরোহী আশিষ কুমারকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে এসিল্যান্ডের গাড়ি ও মোটরসাইকেল উদ্ধার করে। গাড়িচালক আলবাব হোসেনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ফোন রিসিভ করেননি। রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন খান বলেন, “ছাতকের এসিল্যান্ডের গাড়িটি মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তবে এখনো কোনো মামলা হয়নি।