০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কটিয়াদীতে শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের উদ্বোধন অনুষ্ঠিত

  • মিজানুর রহমান
  • পোস্ট হয়েছেঃ ০৭:৩২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • 55
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু এবং আরিফুর রহমান বাদল। এছাড়াও উপস্থিত ছিলেন আচমিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ ইকবাল, ঐতিহাসিক শ্রী শ্রী গোপীনাথ বাড়ির সভাপতি স্বপন কুমার সাহা, আচমিতা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ হাফিজ আহমেদসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য ও পারস্পরিক সহাবস্থানের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান শুধু উপাসনার স্থানই নয়, বরং সমাজে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠান শেষে বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়। এ উপলক্ষে পুরো এলাকাজুড়ে ধর্মীয় উৎসবের আমেজ বিরাজ করে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পিপলায় দাওয়াতুল কুরআন মডেল একাডেমির শিক্ষা প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

কটিয়াদীতে শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের উদ্বোধন অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ০৭:৩২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু এবং আরিফুর রহমান বাদল। এছাড়াও উপস্থিত ছিলেন আচমিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ ইকবাল, ঐতিহাসিক শ্রী শ্রী গোপীনাথ বাড়ির সভাপতি স্বপন কুমার সাহা, আচমিতা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ হাফিজ আহমেদসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য ও পারস্পরিক সহাবস্থানের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান শুধু উপাসনার স্থানই নয়, বরং সমাজে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠান শেষে বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়। এ উপলক্ষে পুরো এলাকাজুড়ে ধর্মীয় উৎসবের আমেজ বিরাজ করে।