
কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘন্টার অপারেশনে ৩০ লক্ষ ২৯ হাজার ৮৯৫ টাকা মূল্যমানের গাঁজা, গবাদিপশু, জিরা, ধইঞ্চার বীজ ও কসমেটিকস দ্রব্যসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে ব্যাটালিয়ন ২২ বিজিবি।
এছাড়াও, কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির সদস্যগণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার করছেন।
এবিষয়ে রোববার সকাল ১১ টায় কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি জানান, কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত থেকে সাড়ে ৩০ লক্ষ টাকার গাঁজাসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তের সকল রুটে মাদক-চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছেন।
আসাদুজ্জামান 


















