
আজকে নকলা চন্দ্রকোনা বাজার ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট অভিযান চলে অভিযান পরিচালনা করেন শেরপুর জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার নীলা স্বভাপতিত্ব করেন নকলা চন্দ্রকোনা পরিষদের প্যানেল চেয়ারম্যান বাঙালি মিয়া আর উপস্থিত ছিলেন চন্দ্রকোনা তদন্ত
ফারীর এসআই সাইদুল ইসলাম নূরনবী(নবী) বেকারি দোকানে ভেজাল খাদ্য পাওয়াতে তাকে তিন হাজার টাকাও মহসিন ভ্যারাইটি স্টোর শিপন মিয়ার দোকানে ৫০০০ টাকা জরি পানা ধরা হয় এবং মেয়াদ কোন খাবারগুলো পুড়িয়ে দেওয়া হয় এবং বাজেয়াপ্ত করা হয় পরবর্তী সময়ের জন্য হুশিয়ার করে দেওয়া হয়েছে আর মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি না করা হয়
বাঁধন চক্রবর্তী 


















