০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চরভদ্রাসনে জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 29;

 “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এ মূল প্রতিপাদ্য নিয়ে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বৃহস্পতিবার জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫খ্রি. পালিত হয়েছে। অভিবাসী কর্মি উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) নামক এনজিও প্রতিষ্ঠানের সহযোগীতায় উপজেলা প্রশাসন এ দিবসের আয়োজন করেন। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা করেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। ওকাপ এনজিও প্রতিষ্ঠানের ফিল্ড সুপারভাইজার রেজাউলি করিম এর সাগত বক্তব্যের মধ্য দিয়ে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী। সভাটি সঞ্চালনা করেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান।
 সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ এর উপজেলা শাখা ব্যাবস্থাপক মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও বিদেশ ফেরত গৃহিনী রওশনারা বেগম প্রমূখ।
 সভায় বক্তারা বলেন দেখে বুঝে যাচাই করে বিদেশে যাব। চুক্তিপত্র আগে দেখে নেব। বুঝে নিতে যদি না করি অবহেলা বিদেশে গিয়ে পোহাতে হবে না কোন ঝামেলা। দালাল হতে সাবধান হব আইন-কানুন মেনে চলবো। বৈধ পথে পাঠাবো টাকা গৌরবে হব রেমিটেন্স যোদ্ধা। হুন্ডির মাধ্যমে দেব না টাকা কালো বাজারি কে বানাবো না রাজা।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পিপলায় দাওয়াতুল কুরআন মডেল একাডেমির শিক্ষা প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরভদ্রাসনে জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

পোস্ট হয়েছেঃ ১১:২০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
 “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এ মূল প্রতিপাদ্য নিয়ে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বৃহস্পতিবার জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫খ্রি. পালিত হয়েছে। অভিবাসী কর্মি উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) নামক এনজিও প্রতিষ্ঠানের সহযোগীতায় উপজেলা প্রশাসন এ দিবসের আয়োজন করেন। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা করেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। ওকাপ এনজিও প্রতিষ্ঠানের ফিল্ড সুপারভাইজার রেজাউলি করিম এর সাগত বক্তব্যের মধ্য দিয়ে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী। সভাটি সঞ্চালনা করেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান।
 সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ এর উপজেলা শাখা ব্যাবস্থাপক মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও বিদেশ ফেরত গৃহিনী রওশনারা বেগম প্রমূখ।
 সভায় বক্তারা বলেন দেখে বুঝে যাচাই করে বিদেশে যাব। চুক্তিপত্র আগে দেখে নেব। বুঝে নিতে যদি না করি অবহেলা বিদেশে গিয়ে পোহাতে হবে না কোন ঝামেলা। দালাল হতে সাবধান হব আইন-কানুন মেনে চলবো। বৈধ পথে পাঠাবো টাকা গৌরবে হব রেমিটেন্স যোদ্ধা। হুন্ডির মাধ্যমে দেব না টাকা কালো বাজারি কে বানাবো না রাজা।