
নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ব্র্যাক আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক এ কর্মসূচী পালন করে। সকালে দিবসটির কর্মসূচীর অংশ হিসেবে একটি র্যালী পৌর শহর প্রদক্ষিণ করে। সভায় বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান জনশক্তি বিভাগের সার্ভে অফিসার নুর হোসেন, চাটখিল প্রেসক্লাবের অর্থ সম্পাদক, প্রভাষক সাংবাদিক জসিম মাহমুদ, কামরুল কানন, ব্র্যাকের প্রোগ্রাম অফিসার নাজমা আক্তার, মোঃ তারেক হোসেন ও ব্র্যাকের মাঠকর্মী ফারজানা বেগম।
সভায় অন্যান্যদের মধ্যে সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
মোঃ রাজন ইসলাম রাহাত 



















