
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের চিহ্নিত অপরাধী ও ইউনিয়ন যুবলীগ নেতা সাহারাজ মুহরী ওরফে ‘টেবিল সাহারাজ’-কে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার শানখলা মোকামবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আল-আমিন।
পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় সাহারাজ মুহরী নিজের বসতঘরের ভেতরে আত্মগোপন করে দরজায় তালা লাগিয়ে দেন। পরে পুলিশ তালা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
থানা সূত্র আরও জানায়, শানখলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সাহারাজ মুহরী নিষিদ্ধ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সাধারণ মানুষকে নির্যাতনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাহারাজ মুহরী এলাকায় অপরাধের একটি শক্ত অবস্থান তৈরি করেন। নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তিনি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর কাছে আতঙ্কের নাম হিসেবে পরিচিত ছিলেন।
তার অত্যাচার ও নির্যাতন থেকে নিজ পরিবারও রেহাই পায়নি। অভিযোগ রয়েছে, সৎ ভাই আলফু মিয়াসহ তার পরিবার দীর্ঘ ছয় বছর ধরে বাড়িছাড়া অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাহারাজ মুহরীকে নাশকতার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধির নাম 



















