
মানুষের ভালোবাসাকেই নিজের শক্তি ও সাহস হিসেবে মনে করেন। তিনি বিশ্বাস করেন জনগণের শ্রদ্ধা স্নেহ, ভালোবাসা ও দোয়া ই তার এগিয়ে যাওয়ার পথের প্রেরণা।
তিনি বলেন আরো বলেন, আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য। জামালপুরের প্রতিটি মানুষের হাসিই আমার সাফল্য।
#নিলোফার_চৌধুরী_মনি প্রতিশ্রুতি দিয়েছেন, সুযোগ পেলে তিনি সারাজীবন সাধারণ মানুষের সেবক হয়ে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হবেন।
মানুষের ভালোবাসায় তিনি এগিয়ে যেতে চান, এই ভালোবাসাই তার সংগ্রামের শক্তি, এই ভালোবাসাই তার জীবনের প্রেরণা।
লাইজু মিয়া 



















