
ঝিনাইদহের মোট ৪ আসনের ৩ টিতেই মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ স্থগিত রেখেছে বিএনপি, শুধুমাত্র ঝিনাইদহ -৩ আসনেই বিএনপির মনোনীত প্রার্থীর নাম প্রকাশ করেছে !
আল-আমীন জোয়ার্দ্দার, ঝিনাইদহ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের মধ্যে আপাতত তিনটিতেই প্রার্থী দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
গতকাল সোমবার (৩’রা নভেম্বর) রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট ২৩৭ টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করে বলেন আপাতত ঝিনাইদহের মোট চারটি আসনের মধ্যে শুধু ঝিনাইদহ-৩ আসনেই আপাতত প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং ঝিনাইদহ -১, ঝিনাইদহ -২ ও ঝিনাইদহ- ৪, অর্থাৎ তিনটি আসন আপাতত খালি রাখা হয়েছে। অপরদিকে ঝিনাইদহের—সংসদীয় আসন-৩
(কোটচাঁদপুর-মহেশপুর) এ, মেহেদি হাসান রনিকে ধানের শীষ প্রতীক এর মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করেছে দলটি। মেহেদি হাসান রনি মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চার বারের সংসদ সদস্য মরহুম শহীদুল ইসলাম এর পূত্র।
ঝিনাইদহে আপাতত স্থগিত থাকা তিনটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা ব্যবহৃত মুঠোফোন রিসিভ করেননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে দুজন মনোনয়ন প্রত্যাশী জানান, কী কারণে মনোনয়ন স্থগিত রেখেছে এই বিষয়ে তারা নিশ্চিত নন, তবে এখনও তারা আশাবাদী। এছাড়াও তারা বলেছেন দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত।
alamin hossain 


















