০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তুচ্ছ ফেসবুক মন্তব্যে উত্তাল হাতীবান্ধা, হামলায় জামায়াত নেতাসহ আহত ৩

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ফেসবুক পোস্টে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের দুই নেতা ও এক কর্মীসহ মোট তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জোড়া পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘আরিফ হোসেন’ নামের একটি ফেসবুক আইডি থেকে করা মন্তব্যকে কেন্দ্র করে জামায়াত কর্মীদের জোড়া পুকুর বাজার এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া বিএনপির কর্মীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
হামলায় গুরুতর আহত হন ফকিরপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আজিজুল ইসলাম (৫০), একই ওয়ার্ডের বায়তুল মাল সম্পাদক রাশিদুল ইসলাম এবং আরও একজন জামায়াত কর্মী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিএনপির প্রায় ৩০ জন কর্মী তাদের ওপর লাঠিসোঁটা দিয়ে মারধর করে।
আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা ফজলে রহমানের নির্দেশে এ হামলা চালানো হয়। এমনকি হামলার সময় “গাছের সঙ্গে বেঁধে পেটানোর” নির্দেশ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় একই ইউনিয়নের বিএনপি কর্মী আনিচুর, ফজলে, রুজন, লিমন, আজিজুল, আমিনুর, রেদোয়ান ও শাহিনুর উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম বলেন,
“একটি সামান্য ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ প্রসঙ্গে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
“ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে কাউকে সেখানে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া।

তুচ্ছ ফেসবুক মন্তব্যে উত্তাল হাতীবান্ধা, হামলায় জামায়াত নেতাসহ আহত ৩

পোস্ট হয়েছেঃ ০৫:৫৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ফেসবুক পোস্টে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের দুই নেতা ও এক কর্মীসহ মোট তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জোড়া পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘আরিফ হোসেন’ নামের একটি ফেসবুক আইডি থেকে করা মন্তব্যকে কেন্দ্র করে জামায়াত কর্মীদের জোড়া পুকুর বাজার এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া বিএনপির কর্মীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
হামলায় গুরুতর আহত হন ফকিরপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আজিজুল ইসলাম (৫০), একই ওয়ার্ডের বায়তুল মাল সম্পাদক রাশিদুল ইসলাম এবং আরও একজন জামায়াত কর্মী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিএনপির প্রায় ৩০ জন কর্মী তাদের ওপর লাঠিসোঁটা দিয়ে মারধর করে।
আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা ফজলে রহমানের নির্দেশে এ হামলা চালানো হয়। এমনকি হামলার সময় “গাছের সঙ্গে বেঁধে পেটানোর” নির্দেশ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় একই ইউনিয়নের বিএনপি কর্মী আনিচুর, ফজলে, রুজন, লিমন, আজিজুল, আমিনুর, রেদোয়ান ও শাহিনুর উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম বলেন,
“একটি সামান্য ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ প্রসঙ্গে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
“ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে কাউকে সেখানে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।