
দিনাজপুরে নারী ক্লাব ও প্রেসক্লাবের সদস্যদের নিয়ে পল্লীশ্রীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই মতবিনিময় সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সহিংসতার ঘটনাসমূহ ধারাবাহিকভাবে গণমাধ্যমে প্রচারণা অব্যাহত রাখা এবং এ বিষয়ে কমিউনিটির সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগমের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, মাইটিভির দিনাজপুর প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়, ডিবিসি টিভির দিনাজপুর প্রতিনিধি মো. মোর্শেদুর রহমান, নাগরিক টিভির দিনাজপুর প্রতিনিধি আবুল কাশেম, প্রেসক্লাবের দফতর সম্পাদক মো. খাদেমুল ইসলাম, চ্যানেল ২৪-এর দিনাজপুর প্রতিনিধি বিপুল কুমার সানি, দৈনিক সময়ের আলো’র দিনাজপুর স্টাফ রিপোর্টার আব্দুর রাজ্জাক এবং নারী ক্লাবের সভা প্রধান শিবানী মুর্মূ।
পল্লীশ্রীর জেন্ডার অ্যান্ড ট্রেনিং ম্যানেজার মোছা. শামসুন্নাহারের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সংস্থার প্রকল্প ফোকাল পার্সন শামীমা পপি। এছাড়াও সভা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন পল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারী শামীম আরা হক নিপা ও ফিল্ড ভলান্টিয়ার এস এম মাজেদুর রহমান।
মতবিনিময় সভায় দিনাজপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও নারী ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের মোছা. আরফিনা, ফাজিলপুর ইউনিয়নের মোছা. হামিদা, শেখপুরা ইউনিয়নের রুনা লায়লা এবং টার্মিনাল হঠাৎপাড়া এলাকার সাহানাজ এনি তাদের জীবনে ঘটে যাওয়া সহিংসতার ঘটনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
মো: মামুনুর রশিদ 



















