০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

  • Miah Suleman
  • পোস্ট হয়েছেঃ ০৭:২১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • 56
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি–ঈশ্বরগঞ্জ পাক সড়কের পাশে (মহেশপুর নুরানী হাফিজিয়া মাদরাস নিকট) অবস্থিত একটি তেলের মিল ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত ১৪ ডিসেম্বর দিবাগত রাত থেকে ১৫ ডিসেম্বর ভোরের মধ্যে অজ্ঞাত চোরেরা মিলটির সাটারের তালা ভেঙে প্রায় ৯ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী জোবায়ের ইসলাম শাওন জানান, তিনি প্রতিদিনের মতো মিল বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সকালে মিল খুলতে এসে দেখেন সাটারের তালা ভাঙা এবং ভেতরে রাখা বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল নেই।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে— ৫টি টেলের মিল মেশিন, ৪০ হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক মোটর, প্রায় ৮০০ কেজি তিলের তেল, ২০০ কেজি কালো তিল, ৪০টি খালি ড্রামসহ মিল ঘরের অন্যান্য সামগ্রী। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৯ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে ভুক্তভোগী ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি আশপাশের কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির নাম উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং চোরদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এলাকাবাসীর দাবি, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা চরম উদ্বিগ্ন। দ্রুত দোষীদের আইনের আওতায় এনে এলাকায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পিপলায় দাওয়াতুল কুরআন মডেল একাডেমির শিক্ষা প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

পোস্ট হয়েছেঃ ০৭:২১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি–ঈশ্বরগঞ্জ পাক সড়কের পাশে (মহেশপুর নুরানী হাফিজিয়া মাদরাস নিকট) অবস্থিত একটি তেলের মিল ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত ১৪ ডিসেম্বর দিবাগত রাত থেকে ১৫ ডিসেম্বর ভোরের মধ্যে অজ্ঞাত চোরেরা মিলটির সাটারের তালা ভেঙে প্রায় ৯ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী জোবায়ের ইসলাম শাওন জানান, তিনি প্রতিদিনের মতো মিল বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সকালে মিল খুলতে এসে দেখেন সাটারের তালা ভাঙা এবং ভেতরে রাখা বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল নেই।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে— ৫টি টেলের মিল মেশিন, ৪০ হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক মোটর, প্রায় ৮০০ কেজি তিলের তেল, ২০০ কেজি কালো তিল, ৪০টি খালি ড্রামসহ মিল ঘরের অন্যান্য সামগ্রী। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৯ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে ভুক্তভোগী ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি আশপাশের কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির নাম উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং চোরদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এলাকাবাসীর দাবি, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা চরম উদ্বিগ্ন। দ্রুত দোষীদের আইনের আওতায় এনে এলাকায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।