পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। বৃহস্পতিবার সকাল নয়টায় সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের খ্রিস্টান পল্লী, দুমকি উপজেলার খ্রিস্টান পল্লী এবং কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খ্রিস্টান পল্লীর গির্জাগুলোতে বিশেষ প্রার্থনার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এ সময় যীশু খ্রিস্টের জন্ম ও তাঁর ত্যাগের তাৎপর্য তুলে ধরে বাইবেল পাঠ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় অংশ নিয়ে ভক্তরা নিজেদের পাপ মোচন ও বিশ্বমানবতার কল্যাণ কামনা করেন।
এর আগে বুধবার সন্ধ্যা থেকেই খ্রিস্টান পল্লীগুলো আলোকসজ্জা ও কীর্তনে সেজে ওঠে। আনন্দঘন পরিবেশে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ধর্মপ্রাণ মানুষজন। বড়দিন উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গির্জা ও আশপাশের এলাকায় ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে পুলিশ সদস্যরা। সামগ্রিকভাবে উৎসবটি ঘিরে পটুয়াখালীতে বিরাজ করছে আনন্দ ও সম্প্রীতির আবহ।
তুষার হাওলাদার 









