
মৌলভীবাজার জেলায় সদর উপজেলার।
৬ নং একাটুনা ইউনিয়নের
মল্লিক সরাই গ্রামের। মোঃ আব্বাস মিয়া।
এবং তাহার স্ত্রী সন্তানসহ।
লেফাজ মিয়ার বাড়িতে বসবাস করে।
বিভিন্ন কাজকর্ম করতেন।
মোঃ আবাস মিয়া একই জেলা রকমলগঞ্জ উপজেলার কাঁঠালকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা।
গত ১৭ ই নভেম্বর ২০২৫ ইং সোমবার।
রাত ৯ ঘটিকার সময়।
আবাস মিয়ার নিজ সন্তান রাকিব মিয়া (৩) কে
মারপিট করতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে।
শিশু সন্তান রাকিব (৩) এর মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। এলাকার কিছু লোক এগিয়ে এসে আহত রাকিব (ত) কে
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতলে।
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে এলাকায় সাঞ্চলের সৃষ্টি
মোঃ আব্দুল রউফ 


















