০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পূর্বধলায় যেন চুরি থামছেই না

রাতের আঁধারে অভিনব কায়দায় দোকানের মালামাল চুরি হয়েছে ‌। ব্যবসায়াীদের মাঝে আতংক বিরাজ করছে । গত বুধবার দিবাগত রাতে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় পূর্বধলা বাজারে রেলক্রসিং সংলগ্ন ফারুক মোবাইল সার্ভিসিং ও শাহীন ইলেক্ট্রনিক্স এর দোকান ঘরের চালের টিন কেটে ভিতরে ঢুকে মোবাইল, চার্জার, রিসিভার, নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যায় ।
এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ সহ নিয়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ী । একই দিনে পাশের দোকান হক টেলিকমে টিনের চাল কেটেও ভিতরে প্রবেশ করতে পারেনি ঐ ঘরের সিলিং এর উপর রডের চাউনি থাকায় । ফারুক মোবাইল সার্ভিসিং ও শাহীন ইলেকট্রনিক এর দোকানে এর আগেও আরও ২বার রাতের আধারে ঘরে প্রবেশ করে অনেক টাকার মালাামাল নিয়ে যায় । ৭/৮ মাস আগে এক রাতে পুর্বধলা মধ্যবাজারে মা কসমেটিকস, নুরুল আমিন সু -স্টোর, আরবী কসমেটিকস নামে ব্যবসা প্রতিষ্ঠানে একই কায়দায় টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে অনেক টাকার মালামাল নিয়ে যায় । এছড়া একটি জুয়েলারী দোকানের তালা ভেঙ্গে ঘরে প্রেবেশ করে অনেক টাকার স্বর্নালংকার নিয়ে যায় । জামান কম্পিউটার দোকানের টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে মালামাল নিয়ে যাওয়ার সময় হাতেনাতে চোরকে ধরে থানায় সোপর্দ করলেও কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে দোকান মালিক জানিয়েছে । এভাবে কিছুদিন পরপর চুরির ঘটনায় ব্যবসায়িদের মাঝে আতংক বিরাজ করছে । ব্যবসায়ীকগণ নিয়মিত পাহারাদারদের টাকা পরিশোধ করে থাকেন । বাজারে সিসি ক্যামেরাও রয়েছে । এরপরও চোর ধরতে না পারায় পুলিশ প্রশাসন ও বণিক সমিতির প্রতি অসন্তুষ্টি বিরাজ করছে । বণিক সমিতি পুনর্গঠনের মাধ্যমে আরো সক্রিয় হওয়ার দাবী উঠছে । বাজারের ব্যবসায়ীকগণ এসব দাবী নিয়ে আগামীকাল (শুক্রবার) সকাল ১১টায় মেইন রোডে মানববন্ধন করবে বলে জানিয়েছেন সচেতন ব্যবসায়ী মহল ।    ব্যবসায়ীদের ব্যবসার নিরাপত্তা গুরুত্বসহকারে বিবেচনা করা না হয়,  তাহলে আগামীতে ব্যবসায়ীদের আরোও ক্ষতির মুখে পড়তে হবে বলে মনে করেন সচেতন মহল ।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বাউফল থেকে গণ অধিকার পরিষদের মনোনয়নপত্র দাখিল —

পূর্বধলায় যেন চুরি থামছেই না

পোস্ট হয়েছেঃ ১১:৩২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
রাতের আঁধারে অভিনব কায়দায় দোকানের মালামাল চুরি হয়েছে ‌। ব্যবসায়াীদের মাঝে আতংক বিরাজ করছে । গত বুধবার দিবাগত রাতে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় পূর্বধলা বাজারে রেলক্রসিং সংলগ্ন ফারুক মোবাইল সার্ভিসিং ও শাহীন ইলেক্ট্রনিক্স এর দোকান ঘরের চালের টিন কেটে ভিতরে ঢুকে মোবাইল, চার্জার, রিসিভার, নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যায় ।
এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ সহ নিয়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ী । একই দিনে পাশের দোকান হক টেলিকমে টিনের চাল কেটেও ভিতরে প্রবেশ করতে পারেনি ঐ ঘরের সিলিং এর উপর রডের চাউনি থাকায় । ফারুক মোবাইল সার্ভিসিং ও শাহীন ইলেকট্রনিক এর দোকানে এর আগেও আরও ২বার রাতের আধারে ঘরে প্রবেশ করে অনেক টাকার মালাামাল নিয়ে যায় । ৭/৮ মাস আগে এক রাতে পুর্বধলা মধ্যবাজারে মা কসমেটিকস, নুরুল আমিন সু -স্টোর, আরবী কসমেটিকস নামে ব্যবসা প্রতিষ্ঠানে একই কায়দায় টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে অনেক টাকার মালামাল নিয়ে যায় । এছড়া একটি জুয়েলারী দোকানের তালা ভেঙ্গে ঘরে প্রেবেশ করে অনেক টাকার স্বর্নালংকার নিয়ে যায় । জামান কম্পিউটার দোকানের টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে মালামাল নিয়ে যাওয়ার সময় হাতেনাতে চোরকে ধরে থানায় সোপর্দ করলেও কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে দোকান মালিক জানিয়েছে । এভাবে কিছুদিন পরপর চুরির ঘটনায় ব্যবসায়িদের মাঝে আতংক বিরাজ করছে । ব্যবসায়ীকগণ নিয়মিত পাহারাদারদের টাকা পরিশোধ করে থাকেন । বাজারে সিসি ক্যামেরাও রয়েছে । এরপরও চোর ধরতে না পারায় পুলিশ প্রশাসন ও বণিক সমিতির প্রতি অসন্তুষ্টি বিরাজ করছে । বণিক সমিতি পুনর্গঠনের মাধ্যমে আরো সক্রিয় হওয়ার দাবী উঠছে । বাজারের ব্যবসায়ীকগণ এসব দাবী নিয়ে আগামীকাল (শুক্রবার) সকাল ১১টায় মেইন রোডে মানববন্ধন করবে বলে জানিয়েছেন সচেতন ব্যবসায়ী মহল ।    ব্যবসায়ীদের ব্যবসার নিরাপত্তা গুরুত্বসহকারে বিবেচনা করা না হয়,  তাহলে আগামীতে ব্যবসায়ীদের আরোও ক্ষতির মুখে পড়তে হবে বলে মনে করেন সচেতন মহল ।